Mathematics

গনিত MCQ

1721. ৫০ জন লোকের মেধ্য ৩৫ জন ইংরেজি, ২৫ জন ইংরেজি ও বাংলা উভয়ই এবং প্রত্যেকেই দুইটি ভাষার অন্তঃত একটি ভাষায় কথা বলতে পারেন। বাংলায় কতজন কথা বলতে পারেন?

1722. ১০০ জন শিক্ষার্থী পরিসংখ্যানে গড় নম্বর ৭০। এদের মধ্যে ৬০ জন ছাত্রীর গড় নম্বর ৭৫ হলে,ছাত্রদের গড় নম্বর কত?

1723. ১৪ জন খেলোয়াড়ের মধ্য থেকে নির্দিষ্ট একজন অধিনায়কসহ ১১ জনের একটি ক্রিকেট দল কতভাবে বাছাই করা যাবে?

1724. 2 সে. মি. ব্যাসার্ধবিশিষ্ট একটি বৃত্তের অন্তঃস্থ একটি বর্গক্ষেত্রের চারটি বাহু এবং বৃত্তটি দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কত বর্গ সে. মি.?

1725. x-y = 2 এবং xy = 24 হলে, x-এর ধনাত্মক মানটি কত হবে?

1726. দুইটি সংখ্যার গ.সা.গু ১১ এবং ল.সা.গু. ৭৭০০। একটি সংখ্যা ২৭৫ হলে, অপরটি কত?

1727. ৬০ লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত ২:১। কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি ১:২ হবে?

1728. কলার দাম ২০% কমে যাওয়ায় ১২ টাকায় পূর্ব অপেক্ষা ২টি কলা বেশি পাওয়া গেলে বর্তমানে একটি কলার দাম কত টাকা?

1729. ধারাটির দশম পদ ১, ৩, ৬, ১০, ১৫, ২১........ ধারাটির দশম পদ---

1730. পিতা ও মাতার বয়সের গড় 45 বছর আবার পিতা ও মাতা পুত্রের বয়সের গড় 36 বছর বয়স । পুত্রের বয়স --

1731. একটি জারে দুধ ও পানির অনুপাত 5 : 1 । দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 4 লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত ?

1732. টাকায় তিনটি করে লেবু কিনে টাকায় দুটি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে ?

1733. 12 জন শ্রমিক তিনদিনের 720 টাকা আয় করে তবে 9 জন শ্রমিক সমপরিমাণ টাকা আয় করবে ---

1734. লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় 18 কিলোমিটার 6 কিলোমিটার নদীপথে 48 কিলোমিটার করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে ?

1735. কোন সংখ্যার 1/2 অংশের সাথে 6 যোগ করলে সংখ্যাটির 2/3 অংশ হবে সংখ্যাটি কত ?

1736. যদি p একটি মৌলিক সংখ্যা হয় তবে রুটঅবার p ---

1737. ক এবং খ একত্রে একটি কাজ ১২ দিনে করতে পারে ক একা কাজটি ২০ দিনে করতে পারে । খ একা কাজটি করতে পারবে ?

1738. ৭২ সংখ্যাটির মোট ভাজক আছে ---

1739. দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার নির্ণয় কর যাদের বর্গের অন্তর ৪৭

1740. x+y = 8, x-y =6 হলে x2 + y2-এর মান---